• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সোমালিয়ার সমুদ্র সৈকতে আত্মঘাতী হামলায় নিহত ৩২ 

     dailybangla 
    03rd Aug 2024 11:57 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জনপ্রিয় এক সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ।

    স্থানীয় সময় শুক্রবার (২ আগস্ট) গভীর রাতে রাজধানী মোগাদিশুতে লিডো সমুদ্র সৈকতে একসাথে বোমা হামলা এবং বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা।

    ৩ আগস্ট, শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ ঘটনার দায় স্বীকার করেছে।

    আল জাজিরা জানায়, বিচ ভিউ হোটেলের প্রবেশপথে একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার মাধ্যমে হামলা শুরু হয়।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অন্যান্য হামলাকারীরা হোটেলে বন্দুক হামলা চালানোর চেষ্টা করে এবং সমুদ্র সৈকতে লোকজনের ওপর গুলি চালায়। সেসময় সমুদ্র সৈকতে অনেক পর্যটক হাঁটছিলেন বা বসে ছিলেন।

    পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান সাংবাদিকদের বলেছেন, হামলায় ৩২ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৬৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে সমুদ্র সৈকতে হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। পরে হতাহতদের সংখ্যার হালনাগাদ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

    তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলেই সব হামলাকারীকে হত্যা করেছে এবং বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল এমন একজনকে আটক করেছে।‘ তিনি আরো বলেন, এ ঘটনায় একজন সৈন্য নিহত এবং আরেকজন আহত হয়েছে।

    সোমালিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সোনা বলেছে, জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের পাঁচ হামলাকারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া হামলার সময় বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন এক হামলাকারী।

    মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী সোমালিয়ার স্থানীয় গোষ্ঠী আল-শাবাব তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। যদিও অতীতে অসংখ্যবার একই ধরনের হামলার দায় স্বীকার করেছিল গোষ্ঠীটি।

    একজন প্রত্যক্ষদর্শী দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেন, ‘আমি অনেক লোককে [মাটিতে] ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি এবং তাদের মধ্যে কয়েকজন মারা গেছে এবং অন্যরা আহত হয়েছিল।‘

    দেশটির সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    তিনি বলেন, লিডো সৈকতে লোকজনের সাঁতার কাটার সময় বিস্ফোরণ ঘটেছে। সন্ত্রাসী এই হামলা রাতে ঘটেছে, যখন সৈকতটি সবচেয়ে বেশি জনাকীর্ণ ছিল।

    এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে লিডো সমুদ্র সৈকতে অনেকের মরদেহ পড়ে আছে। এসময় অনেক লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

    লিডো সমুদ্র সৈকত, মোগাদিশুর একটি জনপ্রিয় এলাকা। সোমালিরা তাদের সপ্তাহান্ত উপভোগ করার দরুন এলাকাটি শুক্রবার রাতে ব্যস্ত থাকে। তবে এলাকাটি অতীতেও আল-শাবাব যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। সূত্র: এএফপি, রয়টার্স

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     

    ফরহাদ হত্যার প্রতিবাদে লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031