সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: পরীমনির দুঃখপ্রকাশ
dailybangla
08th Nov 2025 6:11 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: সহকর্মী অভিনেত্রী প্রসূন আজাদের অভিযোগে অবশেষে মুখ খুললেন চিত্রনায়িকা পরীমনি। এক ফেসবুক পোস্টে প্রসূন দাবি করেছিলেন, পরীমনি তাঁকে ‘লোকদেখানো পার্টিতে’ আমন্ত্রণ জানিয়ে অপমান করেছেন।
জবাবে পরীমনি নিজের ফেসবুকে লিখেছেন, “প্রিয় প্রসূন আজাদ, আমি কখনোই তোমাকে ছোট করতে চাইনি। বরং তোমার কাজ দেখে মুগ্ধ হয়েছি, তাই তোমাকে বিশেষ ইভেন্টে আমন্ত্রণ জানাই।”
তিনি ব্যাখ্যা দেন, অনুষ্ঠানে থাকা নিরাপত্তাকর্মীরা ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের অংশ, কারও অপমান করার উদ্দেশ্যে নয়।
“যদি খারাপ লেগে থাকে, সরাসরি বললেই ভালো লাগত। আমি সত্যিই দুঃখিত,”—লিখেছেন পরীমনি।
উল্লেখ্য, প্রসূন আজাদ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরীমনির বিরুদ্ধে ‘অপমানজনক আচরণ’-এর অভিযোগ তুলেছিলেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিআলো/শিলি



