সৌদি-আমিরাতে ১৫ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা
আর্ন্তজাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার সত্ত্বেও আগামী কয়েক বছরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে এক বৈশ্বিক গবেষণা।
২০২৫ সালে প্রকাশিত একটি আন্তর্জাতিক শ্রমবাজার সমীক্ষা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ১৫ লাখের বেশি নতুন কর্মীর চাহিদা তৈরি হতে পারে।
গবেষণায় বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের ধরন বদলালেও উপসাগরীয় অঞ্চলে মানবকর্মীর সামগ্রিক চাহিদা কমাচ্ছে না। বরং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৃহৎ উন্নয়ন প্রকল্প এবং সরকারি-বেসরকারি সেবার সম্প্রসারণ কর্মসংস্থান বাড়াচ্ছে।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় নির্মাণ, অবকাঠামো, পর্যটন, উৎপাদন ও নতুন অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক বিনিয়োগ চলছে। গবেষণায় অনুমান করা হয়, এআইয়ের সহায়তা না থাকলে দেশটিকে আরও প্রায় ৬ লাখ ৫০ হাজার অতিরিক্ত কর্মী নিয়োগ দিতে হতো।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান বৃদ্ধির হার আরও দ্রুত হবে। ২০৩০ সালের মধ্যে দেশটিতে কর্মীর সংখ্যা ১২ দশমিক ১ শতাংশ বাড়তে পারে, যা সমীক্ষাভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। সৌদি আরবে এই হার হবে ১১ দশমিক ৬ শতাংশ। তুলনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এই প্রবৃদ্ধি অনেক ধীর।
এই গবেষণা পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সার্ভিসনাউ ও যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান পিয়ারসন। সূত্র: জিও নিউজ
বিআলো/শিলি



