• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    সৌদি আরবের জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন শিল্পী! 

     dailybangla 
    25th Jan 2025 1:52 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: সৌদি আরবের জাতীয় সংগীতকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে দেশটি। আর সেই কাজের দায়িত্বে থাকতে পারেন মার্কিন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার। বিশ্বজুড়ে সুরের জাদুকর হিসেবে খ্যাতি পাওয়া এই শিল্পী কাজ করেছেন ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘ইন্টারস্টেলার’, ‘গ্ল্যাডিয়েটর’ ছবির সংগীতে।

    সৌদি আরবের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবে যে বিপুল পরিবর্তনের কর্মযজ্ঞ চলছে, তারই অংশ হিসেবে জাতীয় সংগীতকে নতুন করে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। এদিকে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হলিউডের বিখ্যাত সব সিনেমার সুরকার জিমার এই প্রকল্পের কাজে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন।

    ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, জাতীয় সংগীত ছাড়াও জিমারের সঙ্গে ‘আরাবিয়া’ নামে একটি নতুন মৌলিক সংগীত রচনার ব্যাপারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি একটি কনসার্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

    সৌদি আরবের জাতীয় সংগীত ‘আশ আল-মালিক’ (দীর্ঘজীবী হোন বাদশা)। ১৯৪৭ সালে মিসরের সুরকার আবদুর রহমান আল-খতিব সৌদি বাদশা আবদুল আজিজের অনুরোধে রচনা করেছিলেন। বর্তমানে প্রচলিত সংস্করণটি সেই সময়কার প্রচলিত ‘আরব ফ্যান ফেয়ার’ ঘরানার।

    এদিকে হ্যান্স জিমারের ঝুলিতে বর্তমানে দুটি অস্কার, একটি বাফটা এবং চারটি গ্র্যামি জেতার রেকর্ড রয়েছে। ‌‘দ্য লায়ন কিং’ ও ‘ডুন’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক সুর বিভাগে অস্কার পান তিনি। দ্য ডেইলি টেলিগ্রাফের শীর্ষ ১০০ জীবন্ত প্রতিভাবান ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728