সৌদি আরব ও ইরাকে সম্প্রতি দুই ভূমিকম্প রেকর্ড
dailybangla
25th Nov 2025 12:22 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: সৌদি আরবের তাবুক অঞ্চলে এবং ইরাকে গত সপ্তাহান্তে দুটি পৃথক ভূমিকম্প ঘটেছে, যা দেশগুলোর ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্কে ধরা পড়েছে।
সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানিয়েছে, শনিবার সৌদি আরবে একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এটি আল-আইস ও তাবুক অঞ্চলের উমলুজের মধ্যে অবস্থিত হাররাত আল শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ঘটেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৪৩। হাররাত আল শাকা দেশটির অন্যতম পরিচিত আগ্নেয়গিরির লাভা ক্ষেত্র।
এসজিএসের তথ্য অনুযায়ী, একই সময়ে ইরাকেও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মাত্রা রিখটার স্কেলে ৫.০৯। এটি সৌদি আরবের ভূমিকম্পের তুলনায় তুলনামূলকভাবে বেশি তীব্র। সূত্র: গালফ নিউজ, সৌদি গেজেট
বিআলো/শিলি



