স্পিকারের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে আইন উপদেষ্টা
dailybangla
31st Oct 2024 10:58 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকারের পদ শূন্য থাকায় তার আর্থিক ও প্রশাসনিক কাজগুলো দেখভাল করবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, এখন থেকে আর্থিক এবং প্রশাসনিক যে কাজগুলো রয়েছে সেগুলো আইন উপদেষ্টা দেখবেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের ২৭ দিনের মাথায় গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার পদ থেকে স্পিকারের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে পদত্যাগ করেন ড. শিরীন শারমিন চৌধুরী। ওই দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
বিআলো/তুরাগ