স্পেনের রাজা ফিলিপের মুখে কাদা ছুড়ল ক্ষুব্ধ জনতা
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিরূপ পরিস্থিতির শিকার হয়েছেন রাজা ফিলিপ। বিক্ষুব্ধ জনতা তার মুখে কাদা ছুড়ে মেরেছে।
ফুটেজে দেখা গেছে, ফিলিপ রবিবার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাইপোর্তা শহর পরিদর্শন করতে গিয়ে রাস্তায় হাঁটার সময় লোকজন ‘খুনি’ বলে চিৎকার করছে এবং কয়েকজন বিক্ষোভকারী তার দিকে কাদা ও অন্যান্য বস্তু ছুড়ে মারছে।
বন্যায় প্রাণহানি ঠেকাতে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় মানুষজন এই ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনার পর স্পেনের রাজা এবং রানির বন্যাবিধ্বস্ত আরেকটি স্থান পরিদর্শনের পরিকল্পনা বাতিল করা হয় এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকেও ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১৪ জনে দাঁড়িয়েছে। দেশটির পূর্বাঞ্চল ভ্যালেন্সিয়া প্রবল বৃষ্টিতে ভেসে যাওয়ার চারদিন পরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার জানিয়েছেন।
এই শোচনীয় ঘটনা ইতোমধ্যেই ১৯৬৭ সালের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় বন্যাজনিত দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। ওই বছর পর্তুগালে এ ধরনের আরেক দুর্যোগে অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছিল।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় মানুষ খাবার এবং পানির অভাবে নিরূপায় হয়ে লুটপাট করেছে। শুক্রবার পুলিশ জানিয়েছে, ভ্যালেন্সিয়া এলাকায় দোকান ও বিভিন্ন দপ্তরে ডাকাতির অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বালেয়ারিক দ্বীপপুঞ্জ, কাতালোনিয়া এবং ভ্যালেন্সিয়ায় নতুন করে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। শনি ও রোববারও এসব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
স্পেনের পূর্বাঞ্চলের বিধ্বংসী এই বন্যার জন্য আবহাওয়াবিদরা জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। তবে স্পেনের বিরোধী রাজনীতিবিদরা সরকারের সমালোচনা করছেন। সরকার সঠিক সময়ে সতর্কবার্তা দেয়নি এবং উদ্ধার তৎপরতায়ও দেরি করেছে বলে অভিযোগ তাদের।
বিআলো/শিলি