স্পেনে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৮
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়িয়েছে ।
শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক প্রজন্মের মধ্যে স্পেনের সবচেয়ে ভয়াবহ বন্যায় অন্তত ১৫৮ জন মারা গেছেন। উদ্ধারকারীরা এখনও জীবিতদের খুঁজে বের করার জন্য তাদের লড়াই চালিযে যাচ্ছেন।
বন্যার্ত এলাকায় বৃহস্পতিবার ১২০০ জনেরও বেশি কর্মী ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযানে নিযুক্ত ছিলেন। এছাড়া বৃষ্টিপাত এখনও দেশের কিছু অংশকে হুমকির মুখে ফেলেছে।
স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং সেখানে ক্ষতিগ্রস্তদের বলেছেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যতটা সম্ভব জীবন বাঁচানো।
সংবাদমাধ্যমটি বলছে, স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় কমপক্ষে ১৫৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া প্রদেশের পশ্চিমে অবস্থিত কাস্টিলা-লা মাঞ্চায় আরও দুজনের এবং আন্দালুসিয়ায় একজন ব্রিটিশ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে রেকর্ড করা হয়েছে।
নদীর পানিতে তলিয়ে যাওয়ার পর ভ্যালেন্সিয়ার পাইপোর্টা শহরে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জন মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। মূলত আকস্মিক এই বন্যার ফলে পানিতে অনেক গাড়ি ভেসে যায়, গ্রামের রাস্তাঘাট নদীতে পরিণত হয়।
তাছাড়া দেশটির অনেক রেললাইন ও মহাসড়কেও বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়।
বিআলো/শিলি