স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনে গণঅধিকার পরিষদের সংহতি
dailybangla
02nd Nov 2025 11:37 pm | অনলাইন সংস্করণ
মোঃ জুবায়ের আলম: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে গণঅধিকার পরিষদ। রবিবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান।
গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন,“গণঅধিকার পরিষদ সবসময়ই শিক্ষকদের যৌক্তিক আন্দোলনের পক্ষে। আমরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আছি এবং থাকবো।”
তিনি আরও বলেন, “সরকার দ্রুত জাতীয়করণ ঘোষণার বাস্তবায়ন করবে—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষকদের আন্দোলন ন্যায্য ও সময়োপযোগী।”
উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি সরকারের ঘোষণার বাস্তবায়নের দাবিতে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে।
বিআলো/তুরাগ



