স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা রুমিন ফারহানার
বিআলো ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিএনপি ওই আসনটি জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ায় দলীয় মনোনয়ন পাননি রুমিন ফারহানা। সেখানে জমিয়তের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মাওলানা জুনায়েদ আল হাবীব।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, “ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। আগামী এক-দুই দিনের মধ্যেই মনোনয়নপত্র কিনব।” তিনি বলেন, জোটগত বাস্তবতার কারণে বিএনপি আসনটি ছাড়তে বাধ্য হয়েছে।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করলে শাস্তির আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, দল চাইলে ব্যবস্থা নিতে পারে, সেটি তাদের এখতিয়ার।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অতীতেও আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই এই আসনটি তাদের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে।
বিআলো/শিলি



