স্বপ্নের সিদ্ধিরগঞ্জের ৮ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জাসাস আহ্বায়ক ও বিএনপির নেতা শামীম আহমেদ ঢালী শুক্রবার বিকেলে ‘স্বপ্নের সিদ্ধিরগঞ্জ’-এর ৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, এলাকার ভালো কাজের প্রচার ও প্রসার বাড়ানো গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে ইতিবাচক প্রচার চালানো, সামাজিক ও উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সংবাদপত্রের ব্যবহার, এবং তরুণ প্রজন্মকে কাজে সম্পৃক্ত করা প্রয়োজন।
শামীম আহমেদ ঢালী আরও বলেন, আমাদের উচিত সিদ্ধিরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়নমূলক কাজের প্রচার করা। স্থানীয় মেলা, উৎসব ও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে এলাকার পরিচিতি বাড়ানো সম্ভব। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত স্বেচ্ছাসেবী কার্যক্রমে যোগদান করে জনগণের সাথে সুসম্পর্ক স্থাপন করা যেতে পারে।
মিলন মেলায় সভাপতিত্ব করেন স্বপ্নের সিদ্ধিরগঞ্জের হেড অফ এডমিন মোহাম্মদ আল আমিন রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম লাইফ ইন্সুরেন্স লিমিটেডের জিএম মোঃ জনি মিয়া এবং স্বপ্নের সিদ্ধিরগঞ্জের এসিস্ট্যান্ট হেড এডমিন প্যানেল আবু জুবায়ের আরিয়ান।
আরও উপস্থিত ছিলেন স্বপ্নের সিদ্ধিরগঞ্জ এডমিন প্যানেলের জিহাদ, জিসান, আলিফ, সবুজ, হামজা, জুবায়ের, আবু বক্করসহ অন্যান্য সদস্যরা।
বিআলো/ইমরান



