স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে বিশেষজ্ঞ প্যানেল গঠন সদস্য নির্বাচিত হলেন ডা. সরকার মাহবুব
নিজস্ব প্রতিবেদকঃ দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে সরকার। এই প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন এমএইচ সমরিতা মেডিক্যাল কলেজের ডরমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমদ শামিম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের গত মঙ্গলবারের এক প্রজ্ঞাপনে এই বিশেষজ্ঞ জানানো হয়।
প্যানেল গঠনের তথ্য প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় বিষয়ভিত্তিক সংস্কারের জন্য নীতি-নির্ধারণ। সকল স্তরে চিকিৎসা শিক্ষার বিশ্বমানের স্বীকৃতি এবং উচ্চ শিক্ষাকে আধুনিকায়নের বিষয়ে পরামর্শ প্রদান। নগর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও কার্যকর। স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের (System Strengthening) মাধ্যমে সকল স্বাস্থ্য কেন্দ্রে জনবল ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নীতি-নির্ধারণী ও কাঠামোগত সংস্কার সম্পর্কিত পরামর্শ প্রদান।
দেশের প্রধান প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যেমন- BMDC, BMRC, BNMC-সহ অন্যান্য প্রতিষ্ঠানের রেগুলেটরি কাঠামোর প্রয়োজনীয় সংস্কার ও শক্তিশালীকরণের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হলো।
বিআলো/তুরাগ