হঠাৎ তুষারে ঢেকে গেল সৌদির মরুভূমি!
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রিয়াদের আফিফ মরুভূমি সাক্ষী হলো এক বিরল ঘটনার। গরম প্রধান দেশ সৌদির মরুভূমিতে বৃষ্টির পর এবার তুষার পড়তে দেখা গেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আল-জাউফের মরুভূমি গত শুক্রবার পরিণত হয় ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’। সেখানকার মাটিতে বিছানো ছিল তুষার, যা দেখলে মনে হবে ইউরোপের কোনো দেশ।
এর আগে ওই এলাকা ও তার আশপাশে কয়েকদিন বজ্রসহ ভারি বৃষ্টি হয়েছে। বিশেষ করে সাকাকা সিটি ও দুমাট আল জান্দালে। এই এলাকায় এতদিন বেশিরভাগ সময় বসন্ত দেখা গেছে। এখন বিরাজ করছে শীতের আমেজ।
জানা যায়, গত বুধবার থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা আল-জাউফে ভারি বৃষ্টি হয়। ওই সময় চারপাশ ভরে যায় পানিতে। এতেই এই অবস্থার সৃষ্টি হয়।
গালফ নিউজ বলছে, ওই দৃশ্য অনেকেই ক্যামেরাবন্দি করেন। এরপর সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করেন ভিডিও। তাতে দেখা যায়, রাস্তা ও এর পাশে তুষার পড়ে আছে।
মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।
এর আগে সৌদি আরবের রিয়াদ শহরের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমিতে বৃষ্টি হয়। বৃষ্টির পর আফিফ মরুভূমি সাক্ষী হয় বিরল এক ঘটনার। মরুভূমিতে পড়তে থাকে তুষার।
বিআলো/শিলি