• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হত্যা মামলার আসামি হলেন মমতাজ 

     dailybangla 
    26th Oct 2024 6:11 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় আসামির খাতায় নাম উঠল জনপ্রিয় কন্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় প্রায় এক যুগ আগে হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে করা গুলিতে চারজন নিহতের ঘটনায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং সাবেক সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৯ জন নেতাকর্মীর নামে হত্যা মামলা করা হয়েছে।

    এতে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। এর আগে, শুক্রবার উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মিয়া (৬০) বাদী হয়ে সিংগাইর থানায় মামলাটি করেন।

    মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের গোবিন্দল নতুন বাজার এলাকায় মিছিল বের করেন ইসলামি সমমনা দলগুলোর নেতা-কর্মীরা। হরতালের সমর্থনে শত শত ধর্মপ্রাণ সাধারণ মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হলে চরম ইসলামবিদ্বেষী ও বিগত সরকারদলীয় নেতা- কর্মীদের ছোড়া গুলিতে বাদীর ছেলে নাজিম উদ্দিন মোল্লাসহ চারজন নিহত হন। গুলিতে নিহত অপর তিনজন হলেন গোবিন্দল গ্রামের মাওলানা নাসির উদ্দিন, আলমগীর হোসেন ও শাহ আলম।

    এর আগে একই ঘটনায় গত ৯ অক্টোবর মমতাজ, ৩৭ পুলিশ সদস্যসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে আদালতে মামলা করেন গোবিন্দল গ্রামের মো. সহিদুল ইসলাম। পরে মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

    সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, একই ঘটনায় দুইজন ব্যক্তি বাদী হয়ে দুটি মামলা করেছেন। সেই দুই মামলাতেই আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930