হবিগঞ্জে একদিনে তিন জনের মরদেহ উদ্ধার
বিআলো প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক ঘটনায় এক নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলার বিভিন্নস্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার রানিগাঁও ইউনিয়নের গাজিগঞ্জ এলাকায় নিজ পোল্ট্রি খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সুমন রায় (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সুমন ওই এলাকার দেবব্রত রায়ের ছেলে।
একইদিন বিকেলে মিরাশি ইউনিয়নের পরাঝার খোয়াই নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া বিকেলে রানিগাঁওয়ের গ্রিনল্যান্ড পার্ক থেকে আব্দুল মতিন (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আব্দুল মতিন দক্ষিণ রানিগাঁও গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) মো. জহির আলী ৩ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআলো/শিলি