হবিগঞ্জে গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময়
dailybangla
14th Jan 2026 9:43 pm | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের (ডিসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাশেম, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা রফিক, সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মো. ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, মোহাম্মদ নুর উদ্দিনসহ অনেকেই। সভায় আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সচেতনতার পাশাপাশি সচেতনতায় সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান জেলা প্রশাসক।
বিআলো/আমিনা



