• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    হাইওয়ে পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    22nd May 2025 10:39 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: আসন্ন পবিত্র ঈদুল-আজহাকে কেন্দ্র করে সড়কপথে যাতায়াত ও কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজধানীর এপিবিএন হেডকোয়ার্টার্সে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভার আয়োজন করে হাইওয়ে পুলিশ।

    সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা। দুপুর ৩টায় শুরু হওয়া এই সভায় স্বাগত বক্তব্য ও উপস্থাপনা করেন ডিআইজি (অপারেশন) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।

    প্রেজেন্টেশনে কোরবানির পশুর হাট ঘিরে ট্রাফিক চ্যালেঞ্জ, যানজটপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, সড়ক দুর্ঘটনার সম্ভাব্য কারণ এবং প্রতিরোধে করণীয় বিষয়াদি বিশদভাবে উপস্থাপন করা হয়।

    সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, রিজিয়নাল পুলিশ সুপারগণ ছাড়াও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ সভাকে আরো প্রাণবন্ত করে তোলে।

    সভাপতির বক্তব্যে অ্যাডিশনাল আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, ‘পশুবাহী যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন গমন নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

    তিনি আরো বলেন, ‘মহাসড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।’ তিনি চালকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, ‘যথাযথ সচেতনতা ও আইন মেনে চললেই দুর্ঘটনা ও ভোগান্তি কমানো সম্ভব।’

    সভায় মহাসড়কে যেকোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়। সমন্বয় সভায় পরিবহন খাতের নেতৃবৃন্দ গত ঈদুল ফিতরে হাইওয়ে পুলিশের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা মহাসড়ক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশের প্রচেষ্টাকে সাধুবাদ জানান। সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30