হাজারো নারী ভক্তদের কাঁদিয়ে বিয় করলেন জায়েদ খান!
বিনোদন ডেস্ক: ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। হাজারো ‘নারী ভক্ত’ তার। প্রায়ই নারী ভক্তদের বিড়ম্বনায় পড়ছেন চিত্রনায়ক জায়েদ খান। স্টেজ শো অথবা ঘুরতে গেলে- নারী ভক্তদের সামাল দিতে বেশ বেগ পেতে হয় এই নায়ককেও।
এবার নাকি নারী ভক্তদের হৃদয় ভেঙে নিজের জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছেন জায়েদ খান।
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় নিজের ফেসবুক পোস্টে তেমনি ইঙ্গিত দিলেন। জয় তার ১ লাখ ৮৮ হাজার ফলোয়ার সমৃদ্ধ ফেসবুক প্রোফাইল থেকে ঢালিউড নায়ক জায়েদ খানের সাথে দুইটি সেলফি প্রকাশ করেছেন। পোস্টের ক্যাপশনে জয় তার বিনোদনমূলক সেলিব্রেটি টকশো অনুষ্ঠান “১৩টি প্রশ্ন” -এর না লেখার সাথে সাথে আরও বলেন, “…অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। উনার কিন্তু বিয়ে হয়ে গেছে।”
আর তাতেই বেশ শোরগোল। ফেসবুকে অনেকটাই ছড়িয়ে পড়ছে বিয়ের খবর। কারও মতে, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন, কারও মতে, এক নায়িকাই হয়েছেন তার ঘরনী।
বিয়ষটি নিয়ে জানতে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ধুর! ফাঁকা আওয়াজ।’ পরে তিনি আরও বলেন, আলোচনায় থাকতে এগুলো। খামাখা। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত আর বলেননি জায়েদ।
জায়েদ খান গত কয়েক মাস ধরেই নিয়মিত যাচ্ছেন বিভিন্ন দেশে। অংশ নিচ্ছেন স্টেজ পারফর্মেন্সে। মাত্রই দিলেন অস্ট্রেলিয়ার ট্যুর। মে মাসের শেষ সপ্তাহেই লন্ডনে শো আছে তার। এ ছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নগদের জন্য করা তার বিজ্ঞাপনও বেশ আলোচনায়!
বিআলো/শিলি