হাদির কবরে শ্রদ্ধা জানিয়ে এনআইডি নিবন্ধনে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ হাদি’র কবরে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছে শহীদ শরিফ ওসমান হাদির কবরে ফুল দেন তারেক রহমান। এ সময় বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা ও মোনাজাত শেষে তিনি নির্বাচন কমিশনে এনআইডি নিবন্ধনের জন্য রওনা হন। তার সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও আবেদন করবেন।
এর আগে দীর্ঘ প্রায় দেড় যুগ পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে ঢাকায় ও পূর্বাচলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।
দেশে ফেরার পরদিন তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান এবং পরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিআলো/শিলি



