হাদি হত্যা: পাল্টাপাল্টি তলবে উত্তপ্ত ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক
বিআলো ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত।
বার্তাসংস্থা পিটিআই বুধবার (২৪ ডিসেম্বর) জানায়, মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানানো হয়।
পিটিআইয়ের দাবি, হাদি হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় বিষয়টি স্পষ্ট করতে বাংলাদেশকে তদন্তে জোর দিতে বলেছে নয়াদিল্লি। হত্যার পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ার কথাও উল্লেখ করেছে সংস্থাটি।
অন্যদিকে একই দিনে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুর এবং কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়।
এর আগে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য এবং হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া রোধে সহযোগিতা চেয়ে ভারতকে অনুরোধ করেছিল বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে পাল্টাপাল্টি তলব দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে।
বিআলো/শিলি



