হানিফ সংকেতের ঈদের নাটক ‘আলোকিত অন্ধকার’
বিনোদন ডেস্ক: নন্দিত উপস্থাপক হানিফ সংকেত উপস্থাপনার পাশাপাশি নির্মাণেও অতুলনীয়। তার নির্মাণ বাড়িয়ে দেয় দর্শকের ঈদের আনন্দ। কেননা ঈদ উপলক্ষে প্রতিবছরই নাটক নির্মাণ করেন তিনি।
এবারও তার ব্যত্যয় ঘটেনি। জনপ্রিয় এই মিডিয়া ব্যক্তিত্ব এবার নিয়ে আসছেন ‘আলোকিত অন্ধকার’ নামে একটি নাটক।
গল্পে দেখা যায়, বাবা-মা, সন্তান, পুত্রবধু সবাই মিলে অত্যন্ত সুখী একটি পরিবার। পুত্রবধুর যেমন শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবার সাথে চমৎকার সম্পর্ক, তেমনি পুত্রবধুকেও শ্বশুর বাড়ির সবাই নিজের পরিবারের সদস্য মনে করে। আর এই হাসি-আনন্দের মধ্যেই ঘটে বিপর্যয়, নেমে আসে আলোকিত পরিবারে অন্ধকার।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, নূরে কাঞ্চন, সুর্বনা মজুমদারসহ আরো অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।
নাটকটি ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।
বিআলো/শিলি