হান্নান মাসউদকে হত্যার হুমকি, প্রধান অভিযুক্ত আটক
dailybangla
21st Dec 2025 11:02 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকির ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।
নোয়াখালীর হাতিয়া থেকে ইশরাত রায়হান ওরফে অমি নামের এক যুবককে শনিবার রাতে আটক করে পুলিশ। তিনি চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম ওরফে আজাদের ছেলে।
এর আগে ১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসউদের চাচা শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করা হয়, দুটি ফেসবুক আইডি থেকে এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, স্ক্রিনশট যাচাই-বাছাই শেষে প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিআলো/শিলি



