হাবের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ দিলো বাণিজ্য মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে সরকার। কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
জারিকৃত অফিস আদেশে বলা হয়েছে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। বৈষম্যবিরোধী হজ এজেন্সিস মালিক, মেসার্স এসআর ট্রেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ইস্ট বাংলা হজ সার্ভিস লিমিটেড এবং হাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও আল নাফি ট্রাভেলসের স্বত্বাধিকারীর আলাদা আলাদাভাবে উপস্থাপিত অভিযোগের বিষয়ে হাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি।
হাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি তাদের সার্বিক কার্যক্রমে সাধারণ সদস্যদের সঙ্গে সমন্বয় করে সম্পাদন করতে না পারায় অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের হজ ব্যবস্থাপনায় বর্তমান কার্যনির্বাহী কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ (১) অনুযায়ী ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবা খাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে প্রতীয়মান হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, হাবের চলমান অস্থিরতা ও অসন্তোষ দূরীকরণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪, সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক।
তাই বাণিজ্য সংগঠন আইনের ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে সরকারের অনুমোদনে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বিআলো/তুরাগ