হাবের দায়িত্ব নিলেন নতুন প্রশাসক দাউদ উল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদ উল ইসলাম। গত রবিবার (২০ অক্টোবর) তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে সাহাদাত হোসেন তাসলিমের নেতৃত্বাধীন হাবের কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করে ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দ’। এর পরিপ্রেক্ষিতে এফবিসিসিআই প্রতিনিধি, জয়েন্ট স্টক কোম্পানির প্রতিনিধি ও বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের প্যানেলে হাব কার্যনির্বাহী কমিটির সদস্য ও অভিযোগকারীদের উপস্থিতিতে শুনানি হয়। শুনানিতে হাব সন্তোষজনক জবাব ও কাগজপত্র উত্থাপনে ব্যর্থ হলে গত ১৫ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি বাতিল করে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদ উল ইসলামকে প্রশাসক নিয়োগ করা হয়।
পরে হাবের ভেঙে দেওয়া কমিটির নেতারা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিটটি খারিজ করে দেয়। রিট খারিজ হওয়ার পর রবিবার বিকেলে দাউদ উল ইসলাম হাব অফিসে গিয়ে প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
বিআলো/তুরাগ