• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    হালান্ডের সাথে ম্যানসিটির চুক্তি 

     dailybangla 
    17th Jan 2025 10:08 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটিতে এসে প্রথম মৌসুমেই দলকে জিতিয়েছিলেন অধরা চ্যাম্পিয়ন্স লিগ। সেই আর্লিং হালান্ড এরপরও ছন্দটা ধরে রেখেছেন ভালোভাবেই। নরওয়েজিয়ান এই তারকা ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন সিটির সঙ্গে। তবে এখন সে চুক্তির মেয়াদ বেড়ে গেল আরও, আগামী ৯.৫ বছরের জন্য সিটির সঙ্গে চুক্তি সাক্ষর করেছেন তিনি। খবরটা জানিয়েছে দ্য অ্যাথলেটিক।

    তাদের ভাষ্য, এই চুক্তিটাতে হালান্ডের সই পড়ে গেছে ইতোমধ্যেই। কোনো খেলোয়াড়কে প্রায় এক দশকের জন্য চুক্তি ফুটবলের দুনিয়ায় দেখা মেলে না সচরাচর। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিংবা লিওনেল মেসিদের কেউও এমন চুক্তি পাননি। সে চুক্তিই হালান্ডকে দিয়েছে ম্যানসিটি।

    কোনো খেলোয়াড়কে এত বড় সময়ের জন্য বেধে রাখতে চুক্তিটাকেও তেমনই হতে হয়। সিটির সঙ্গে হালান্ডের আগের চুক্তিতে হালান্ডের জন্য রিলিজ ক্লজ রেখেছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। নতুন চুক্তিতে সেটা থাকছে না। অর্থাৎ সিটি বিক্রি করতে না চাইলে হালান্ডকে কিনতে পারবে না কোনো দলই।

    তাতে হালান্ডের লাভ? সেটা অনেক বড় কিছু, জানাচ্ছে দ্য অ্যাথলেটিক। এখনও চুক্তির খুঁটিনাটি জানা যায়নি। তবে এই চুক্তিটা যে ইতিহাসেরই অন্যতম লোভনীয় চুক্তি, তা নিয়ে সন্দেহ নেই অ্যাথলেটিকের।

    এই চুক্তির ফলে হালান্ডের রিয়াল মাদ্রিদে যাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গেল। কিলিয়ান এমবাপের পর হালান্ডের ওপরও চোখ আছে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, এমন খবর মাঝে মধ্যেই ইউরোপীয় সংবাদ মাধ্যমে ভেসে বেড়াত। ১০ বছরের দীর্ঘ এই চুক্তিতে সেসব গুঞ্জনকেও মাটিচাপা দিল সিটি।

    হালান্ডকে ২০২২ সালে ৬ কোটি ইউরো খরচ করে দলে ভিড়িয়েছিল সিটি। এরপর থেকে এই ফরোয়ার্ড ১২৬ ম্যাচ খেলেছেন সিটির হয়ে, তিনি করেছেন ১১১ গোল। শিরোপার খাতাটাও মন্দ নয় তার। ৩ বছরে তিনি সিটির হয়ে জিতেছেন ২টি লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও সুপার কাপ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728