হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
dailybangla
06th Mar 2025 6:47 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার একটি হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে হাসপাতাল থেকে বাসায় আসেন মির্জা ফখরুল। এখন সুস্থ হয়েছেন।
গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে মির্জা ফখরুল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে, আজ বৃহস্পতিবার ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
বিআলো/শিলি