হাসিনার রায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: পাকিস্তান
আর্ন্তজাতিক ডেস্ক: বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডকে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, বাংলাদেশের জনগণ নিজেরাই এসব প্রশ্নের সমাধান করতে সক্ষম।
গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের রায় ঘোষণা করে। তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড ও দুইটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগগুলোর মধ্যে ছিল উসকানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে আবু সাঈদের হত্যা এবং ঢাকায় বিক্ষোভকারীদের গুলি করে হত্যা।
একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন, আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পান পাঁচ বছরের কারাদণ্ড। দুজনের দেশে থাকা সকল সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে।
অভ্যুত্থানপরবর্তী সহিংসতার বিচারের অংশ হিসেবে এই রায়কে কেউ ন্যায়বিচার, আবার কেউ রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের নিরপেক্ষ মন্তব্য দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সম্পর্ককেও নতুন আলোচনায় এনেছে।
বিআলো/শিলি



