• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাসিনা প্রত্যর্পণ: দ্রুত সমাধান দেখছেন না তৌহিদ হোসেন 

     dailybangla 
    05th Dec 2025 11:58 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো ইতিবাচক সিদ্ধান্ত জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থান এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হলেও নয়াদিল্লি কেবল জানিয়েছে যে তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে। এ ধরনের ঘটনায় দ্রুত সিদ্ধান্ত পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

    সম্প্রতি জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পর থেকে তারা দু’জনই ভারতে অবস্থান করছেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করলে তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, তারেক রহমানের স্ত্রী ঢাকায় পৌঁছেছেন, তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া যাচ্ছে না এয়ারক্রাফটের প্রযুক্তিগত সমস্যা কারণে।

    মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে জেলে আটক-সংক্রান্ত প্রশ্নে উপদেষ্টা জানান, তারা কোনো রাষ্ট্রের আনুষ্ঠানিক সশস্ত্র বাহিনী নয়, ফলে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। তবে একই ঘটনা পুনরাবৃত্তি রোধে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে।

    ঢাকায় চীনের অর্থায়নে এক হাজার শয্যার হাসপাতালে নির্মাণ পরিকল্পনা পরিবর্তন করে সেটি নীলফামারীতে করা হবে বলেও জানান তিনি। এর ফলে রংপুর অঞ্চলসহ পার্শ্ববর্তী দেশগুলোর মানুষও চিকিৎসাসেবা নিতে পারবে।

    কর্মসংস্থান সৃষ্টিকে এ অঞ্চলের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকারের কাছে দেশ হস্তান্তরের আগে প্রয়োজনীয় সংস্কারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

    চার দিনের সফরে তিনি রংপুরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং আগামী দুই দিন স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাডেট কলেজের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031