হিজবুল্লাহর বিশাল অস্ত্রভান্ডার এখনো ইসরাইলের জন্য বড় হুমকি
আন্তর্জাতিক ডেস্ক: হিজবুল্লাহর কাছে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র থাকায় ইসরাইল আত্মরক্ষার্থে লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক।
বাহরাইনে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, এই অস্ত্রভান্ডার ইসরাইলের জন্য তাৎপর্যপূর্ণ নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।
লেবাননের নেতৃত্বের উদ্দেশে ব্যারাক বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা দ্রুততর করতে হবে। তিনি মন্তব্য করেন, ‘তারা চেষ্টা করছে, কিন্তু এখনো অনেকটাই পুরনো ধ্যানধারণায় আটকে আছে।’
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম-বেইরুত সম্পর্ক প্রসঙ্গে ব্যারাক জানান, ইসরাইল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত ও সীমানা বিষয়ে সমঝোতায় আগ্রহী এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি ইরানের পরমাণু কর্মসূচি রোধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রসঙ্গও তুলে ধরেন, যা তার মতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাস্তবতায় বড় পরিবর্তন এনেছে।
বর্তমানে তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালনকারী ব্যারাক জানান, দুই দেশের রাজনৈতিক দূরত্ব থাকা সত্ত্বেও অদূর ভবিষ্যতে তুরস্ক ও ইসরাইলের মধ্যে বাণিজ্য সহযোগিতা পুনরায় জোরদার হতে পারে।
তিনি আরও বলেন, ‘তুরস্ক ও ইসরাইলের যুদ্ধের প্রশ্নই আসে না; বরং কাসপিয়ান অঞ্চল থেকে ভূমধ্যসাগর পর্যন্ত সহযোগিতা বৃদ্ধি পাবে।’
বিআলো/শিলি



