• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হিন্দু ও মুসলমানরা মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করে আসছে: সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব 

     dailybangla 
    01st Oct 2025 6:11 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ আশ্রম মন্দির ও আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় তিনি পূজা মণ্ডপগুলোতে এসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

    পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সচিব সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। শত শত বছর ধরে এখানে হিন্দু ও মুসলমানরা মিলেমিশে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা উপলক্ষে এবার ১ লাখ ৬৫ হাজার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জেলা ও পুলিশ প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করছেন। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সহযোগিতা করছেন। ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে এবং শেষ দিন পর্যন্ত এভাবেই উৎসব চলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন, সমাজসেবা অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক আসাদুজ্জামান সরকার, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজি মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, আমলাপাড়া পূজা মণ্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা এবং দেওভোগ সাধু নাগ মহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930