হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
dailybangla
17th Aug 2024 12:51 pm | অনলাইন সংস্করণ
হিলি প্রতিনিধি : ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিল বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম ও উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
১৭ আগস্ট, শনিবার হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি শুক্রবার দুই দিন বন্ধের পরে আজ শনিবার সকাল থেকে হিলি বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি পূর্বের নিয়মে শুরু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বিআলো/শিলি