হেলিকপ্টারে চড়ে বউ আনলেন শ্রীপুরের ওমায়ের বেপারী
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আকাশপথে ডানা মেলে রাঙা বউ ঘরে তুললেন গাজীপুরের শ্রীপুর উপজেলার তরুণ প্রকৌশলী ওমায়ের বেপারী। শুক্রবার (২৬ ডিসেম্বর) শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই ব্যতিক্রমী ও রাজকীয় বিয়ে।
বর প্রকৌশলী ওমায়ের বেপারী শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব জিয়া উদ্দিন বেপারীর সুযোগ্য সন্তান। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি অন্যতম। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও বাবার শখ পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ের সিদ্ধান্ত নেন ওমায়ের।
শুক্রবার দুপুরে বেড়াইদেরচালা গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। মাত্র কয়েক মিনিটের আকাশপথ পাড়ি দিয়ে পৌঁছান শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায়। কনে মেহজাবিন বেপারী চন্নাপাড়া এলাকার আজিজুল ইসলামের কন্যা।
সড়কপথে দূরত্ব খুব বেশি না হলেও হেলিকপ্টারে বর আসার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কনের বাড়ির পাশের মাঠে হেলিকপ্টার অবতরণ করলে শত শত উৎসুক মানুষ ভিড় জমান বর ও আকাশযানটি এক নজর দেখার জন্য।
ওমায়েরের পরিবার জানান, “আমরা চেয়েছিলাম ওমায়েরের বিয়েটাকে স্মরণীয় করে রাখতে। পরিবারের সবার সম্মতি ও আনন্দ ভাগ করে নিতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।”
পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় রীতি মেনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর নববধূ মেহজাবিন বেপারীকে সঙ্গে নিয়ে আবারও হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে ফেরেন প্রকৌশলী ওমায়ের।
ব্যতিক্রমী এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে প্রশংসার জোয়ার। স্থানীয়দের ভাষ্য, এমন রাজকীয় বিয়ে শ্রীপুরের মানুষ অনেক দিন মনে রাখবে।
বিআলো/ইমরান



