হোন্ডা ফুটসাল লিগের বর্ণাঢ্য উদ্বোধন: নেইমারের স্বাক্ষরিত জার্সি উপহার অধিনায়ক জামাল ভূঁইয়াকে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে করপোরেট ক্রীড়া সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো হোন্ডা ফুটসাল লিগ (এইচএফএল)।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (বিসিএফসিসি) কার্নিভাল হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফুটবল, ঐক্য ও তারুণ্যের উচ্ছ্বাসে প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। কিক-অফ সেশনের মধ্য দিয়ে শুরু হয় খেলাধুলা, স্পোর্টসম্যানশিপ ও তরুণদের সম্পৃক্ততার অনুপ্রেরণাদায়ক এই যাত্রা।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল নেইমার জুনিয়রের স্বাক্ষরিত ব্রাজিল জাতীয় দলের বিশেষ জার্সি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার হাতে তুলে দেওয়া। মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেডের পাঠানো এই শুভেচ্ছা স্বাক্ষরটি তুলে দেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান। অতিথিদের উদ্দেশে অনলাইনে যুক্ত হয়ে ব্রাজিলিয়ান প্রতিনিধিরাও শুভেচ্ছা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করা হয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩২টি দলের লোগো। হোন্ডার গ্লোবাল স্পোর্টস চ্যালেঞ্জের তিন মূল বার্তা—Joy (Enjoying Challenges), Growth (Growing Challenges) এবং Connected (Connecting Challenges)—কে ধারণ করে এ আয়োজন সাজানো হয়। দেশের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই ছিল পুরো পরিকল্পনার মূল প্রেরণা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, এতো প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক আয়োজনে অংশ নিতে পেরে তিনি গর্বিত। নেইমার জুনিয়রের স্বাক্ষরিত জার্সিটি তাকে বিশেষভাবে সম্মানিত করেছে বলে জানান তিনি। তরুণদের ফুটবলে যুক্ত করতে এমন উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মত প্রকাশ করেন।
হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা হোন্ডার প্রধান লক্ষ্য। হোন্ডা ফুটসাল লিগ হলো মোটরসাইকেল ও ফুটবলের আবেগ, উদ্দীপনা এবং পারফরম্যান্সের এক মিলিত উদযাপন, যা দেশের সাম্প্রতিক ফুটবল সাফল্যের মুহূর্তে এসেছে।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া বলেন, এই আয়োজন যেমন হোন্ডার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি দেশের ফুটবলপ্রেমীদের জন্যও এটি একটি গর্বের বিষয়। ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং তরুণদের সম্পৃক্ত করতে ভবিষ্যতেও হোন্ডা ভিন্নধর্মী কার্যক্রম চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড জানায়, দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে এবং ফুটবলের প্রতি ইতিবাচক ধারা তৈরি করতেই হোন্ডা ফুটসাল লিগের আয়োজন। আকর্ষণীয় পণ্য ও উন্নত সেবা প্রদান ছাড়াও তরুণদের উন্নয়ন, অংশগ্রহণ ও সম্পৃক্ততা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোন্ডা ডিলার নেটওয়ার্কের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ক্লাব কর্মকর্তা, সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং অসংখ্য ফুটবল অনুরাগী। অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত।
বিআলো/তুরাগ



