• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ যেভাবে দেখা সম্ভব 

     dailybangla 
    16th Jun 2025 6:19 pm  |  অনলাইন সংস্করণ

    বিজ্ঞান ও প্রযুক্তি: হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের কারণে পাঠানো মেসেজ মুছে ফেলা যায়, কিন্তু অনেকেই জানতে চান-কি লেখা ছিল যে মেসেজটি ডিলিট করা হলো?

    প্রযুক্তিবিষয়ক সাইট গেজেটস ৩৬০-এর তথ্যানুযায়ী, নির্দিষ্ট কিছু পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা ডিলিট হওয়া মেসেজ দেখতে পারেন।

    অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য:

    . নোটিফিকেশন হিস্ট্রি:
    অ্যান্ড্রয়েড ১১ বা পরবর্তী ভার্সনে ‘নোটিফিকেশন হিস্ট্রি’ ফিচার চালু থাকলে, নোটিফিকেশনে আসা মেসেজগুলো দেখা যায়—even যদি তা পরে ডিলিট করা হয়।
    চালু করতে:
    Settings > Notifications > Advanced settings > Notification history

    . হোয়াটসঅ্যাপ ব্যাকআপ থেকে রিস্টোর:
    হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে চ্যাট ব্যাকআপ সক্রিয় থাকলে, অ্যাপ আনইনস্টল করে পুনরায় ইন্সটল করে ব্যাকআপ রিস্টোর করলেই পুরনো মেসেজ ফিরে পাওয়া যায়।
    তবে মনে রাখতে হবে, ব্যাকআপের পরে আসা নতুন মেসেজ হারিয়ে যেতে পারে।

    আইফোন ব্যবহারকারীদের জন্য:

    . আইক্লাউড ব্যাকআপ:
    হোয়াটসঅ্যাপ > Settings > Chats > Chat Backup-এ গিয়ে শেষ ব্যাকআপ দেখা যায়। এরপর অ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে আইক্লাউড ব্যাকআপ থেকে মেসেজ রিস্টোর করা যায়।

    . আইটিউনস ব্যাকআপ:
    কম্পিউটারে আইফোন সংযুক্ত করে iTunes বা Finder-এ গিয়ে ডিভাইস সিলেক্ট করুন, এরপর ‘Restore Backup’ অপশন বেছে নিন।
    এই পদ্ধতিতে পুরো ডিভাইস রিস্টোর হওয়ায় সাম্প্রতিক অ্যাপ ডেটা হারানোর ঝুঁকি থাকে।

    সতর্কতা:
    এই পদ্ধতিগুলোর বেশিরভাগই কাজ করে যদি আগেই ব্যাকআপ চালু থাকে। তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার ঝুঁকিপূর্ণ, তাই তা পরামর্শযোগ্য নয়।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930