১ম এজিসি ক্যাপ্টেনস্ কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২৪-এর পর্দা উঠলো
সীমা আক্তার: গত বুধবার থেকে ৪ দিন ব্যাপী “১ম এজিসি ক্যাপ্টেনস্ কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২৪” শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট ও ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (আর্মি-২) মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় আরো উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি (অব.), আর্মি গলফ ক্লাবের চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী বিএসপি, এনডিসি, পিএসসি (অব.), আর্মি গলফ ক্লাবের গল্ফ ক্যাপ্টেন কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি, সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, জি, এবং আর্মি গলফ ক্লাবের পরিচালক (অপারেশনস্ এন্ড স্পোর্টস্) লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী (অব.) সহ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যামেচার গফ্ফারদের নিয়ে আয়োজিত ৫টি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো-সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে আনুমানিক ৮১০ জন গল্ফার অংশগ্রহণ করবেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ও অংশগ্রহণ করেছেন। আগামী ২ নভেম্বর শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
বিআলো/তুরাগ