১৩ই ফেব্রুয়ারি নবীনগর প্রেসক্লাবের নির্বাচন: চলছে শেষ মুহূর্তের প্রচারণা
এস এম অলিউল্লাহ, নবীনগর: নিকটবর্তী ১৩ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীনগর ঐতিহ্যবাহী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে চলছে নানা উৎসাহ উদ্দীপনা আর আলোচনা।
এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক স্বাধীন সংবাদ এর নবীনগর প্রতিনিধি,সাপ্তাহিক মলয়ার প্রকাশক, সাহিত্যিক ও কণ্ঠশিল্পী এবং সমাজকর্মী সাংস্কৃতিক বান্ধব, সদালাপী ও বিনয়ী মোহাম্মদ হোসেন (শান্তি)। ছোট নাম শান্তি, অপরপ্রার্থী সাবেক সভাপতি সাংবাদিক জালাল উদ্দীন মনির, এবং সাধারণ সম্পাদক পদে প্রভাষক ও সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন। ও ব্যবসায়ী সাংবাদিক মোস্তাক আহমেদ উজ্জল।
তবে কে হচ্ছেন নবীনগর প্রেসক্লাবের আগামীর অভিভাবক! এ নিয়ে ভোটারদের মধ্যেও চলছে চুলছেড়া বিশ্লেষণ। এই চার প্রার্থীর মধ্যে সহ সকলেই সাংবাদিক নেতা হওয়ার যথেষ্ট যোগ্যতা রাখে বিধায় ভোটারাও নেতা নির্বাচনে অনেকটা বিপাকে পড়েছেন। এরই মধ্যে প্রার্থীরাও সকলের সাথে যোগাযোগ রক্ষা করে দোয়া চাইছেন। প্রেসক্লাব সহ সাংবাদিকদের উন্নয়নে প্রার্থীরা দিচ্ছেন, নানাভাবে প্রতিশ্রুতি।
এছাড়াও অপর সহ-সভাপতি পদে এবারো একই পদে লড়ছেন সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন জাতীয় দৈনিকের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,( ফিচার ডেক্স), সদালাপী ও বিনয়ী জ.ই বুলবুল। তিনি একাধারে স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি ও দৈনিক দেশ রুপান্তরে শুরু থেকেই কাজ করে আসছেন, তার অপর প্রার্থী একই গ্রামের, এখই পদে লড়বেন ঢাকা প্রতিদিন এর প্রতিনিধি মো. মনির হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ ও শিক্ষক কামরুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে বর্তমান সফল সভাপতি সকলের প্রিয় মুখ শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল,ও আজকের পএিকা (ইউএস বাংলা গ্রুপের মিডিয়া) বর্তমান সফল সাধারন সম্পাদক সকালের প্রিয়ভাজন মো: সাইদুল আলম সোহরাবও এবার সকলের অনুরুধে সম্মানীত প্যানেলে এবার সদস্য পদে যুক্ত রয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী সাংবাদিক নূরে আলম ও আমজাদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচন নিয়ে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ হোসেন শান্তি বলেন, আমি নির্বাচিত হলে ক্লাবের সকল সাংবাদিকদের সাথে নিয়ে প্রেসক্লাব তথা সকলের জীবন মান উন্নয়নে আন্তরিক দায়িত্ব পালন করে কাজ করে যাব। এছাড়াও আগামীতে ক্লাবের নতুন সদস্য বৃদ্ধিতেও যথেষ্ট ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
এ ব্যাপারে জালাল উদ্দিন মনির বলেন, আমি পূর্বে সভাপতি থাকাকালীন প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেছি, এবার নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে পি.আই.বি’র প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ।
[যারা বিনা ভোটে নির্বাচিত]
নির্বাচনে জয়ী ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে এরই মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম,অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম।
বিআলো/তুরাগ