১৪ দল নিষিদ্ধ চেয়ে সিইসি ও আইন মন্ত্রণালয়ে নোটিশ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং আইন মন্ত্রণালয়ে আইনি নোটিশ পাঠিয়েছে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা অন্তত ৩৬টি রাজনৈতিক দল ও সংগঠন, যা জুলাই ঐক্য নামে পরিচিত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জুলাই ঐক্যের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোটিশটি আইনজীবী আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ) দিয়ে দেওয়া হয়েছে। এতে অভিযোগ করা হয়, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ ধাপে ধাপে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে, যা ২০১৪ সালে বিনা ভোটে সরকার গঠনের মাধ্যমে চূড়ান্ত রূপ পেয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই দীর্ঘ সময়ে জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের অন্যান্য দল আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে। গত জুলাই-আগস্টে ছাত্র ও জনতার তীব্র গণআন্দোলনের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতা দেশে না থেকে ভারতে ও অন্যান্য দেশে পালিয়ে গিয়েছিলেন।
জুলাই ঐক্য অভিযোগ করেছে, এই দলগুলো এখনও নতুন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ও সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা এই দাবিকে আরও জোরালো করেছে।
জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে, ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের অন্যান্য দল নিষিদ্ধ করার দাবি উঠেছিল। শরিফ ওসমান হাদির ওপর হামলার পর এই দাবি আরও অনিবার্য ও জরুরি হয়ে উঠেছে।
বিআলো/শিলি



