১৭ জানুয়ারি বায়রার ভোট গ্রহণ: সিন্ডিকেট মুক্ত নেতৃত্ব গঠনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর ২০২৬-২০২৮ মেয়াদী কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি), যা দেশের প্রবাসী কর্মসংস্থান খাতে স্বচ্ছতা এবং সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। চিঠিটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এবং বায়রার প্রশাসককে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত আচরণবিধি অনুসরণ সাপেক্ষে নির্বাচন আয়োজন করা যাবে।বায়রার সিদ্ধান্ত অনুযায়ী, ভোটাভুটির জন্য বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিসিসি) নির্বাচিত হয়েছে।
বায়রার সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, ভোটাররা ভোটার আইডি কার্ড নির্বাচন কেন্দ্রে সংরক্ষিত থাকবে। তিনি ভোটারদের সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এবং বলেন, ভোটারদের অধিকার আদায়ে প্রয়োজন অভিজ্ঞ, পরিক্ষিত ও মজবুত নেতৃত্ব।
ফখরুল ইসলাম বিশেষভাবে উল্লেখ করেছেন, সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম (সভাপতি পদপ্রার্থী) এবং তিনি নিজে মহাসচিব পদপ্রার্থী হিসেবে নেতৃত্বাধীন “বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট”-এর ২৭ জন প্রার্থী ভোটারদের মূল্যবান ভোটের মাধ্যমে সিন্ডিকেটমুক্ত ও সদস্যবান্ধব বায়রা গঠনের লক্ষ্য নিয়ে নির্বাচন করছেন।
তিনি বলেন, “সদস্যদের সক্রিয় ভোটের মাধ্যমে আমরা একটি স্বচ্ছ, জনবান্ধব ও দক্ষ বায়রা গঠন করতে পারব, যা দেশের প্রবাসী কর্মসংস্থান খাতের উন্নয়নে নতুন দিগন্ত খুলবে।”
বায়রার এই নির্বাচন শুধু কার্যনির্বাহী কমিটি নির্ধারণের জন্য নয়, এটি সংগঠনের অভ্যন্তরীণ স্বচ্ছতা, সদস্যদের অধিকার ও সিন্ডিকেটমুক্ত নেতৃত্ব নিশ্চিত করার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটারদের সক্রিয় অংশগ্রহণই নিশ্চিত করবে একটি সুষ্ঠু, দক্ষ ও জনগণবান্ধব বায়রা প্রতিষ্ঠা।
বিআলো/তুরাগ



