• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ১৭ রানে তিন উইকেট হারাল ভারত, জমে উঠেছে ফাইনালের লড়াই 

     dailybangla 
    09th Mar 2025 9:08 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: ২৫২ রানের মাঝারি লক্ষ্যে শুরুটা দুর্দান্ত করেছিল ভারত। ওপেনিংয়েই শতরানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রোহিত শর্মা এবং শুভমান গিল। তবে দলীয় ১০৫ রানে শুভমানের বিদায়ের পর ১৭ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারিয়েছে ভারতীয়রা।

    দুবাইয়ে কিউইদের দেয়া মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় ভারত। পাওয়ারপ্লেতে ম্যাট হেনরির অনুপস্থিতি ভালোভাবেই কাজে লাগিয়েছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। শুরু থেকেই স্বভাবজাত ঝোড়ো ব্যাটিং করেছেন রোহিত শর্মা। দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ সঙ্গ দিয়েছেন শুভমান।

    পাওয়ারপ্লের পরেও দেখেশুনেই খেলেছে ভারত। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুই ওপেনার পার করেন শতরান। তবে ‘গ্লেন ফিলিপস ইফেক্ট’ এড়াতে পারেনি ভারত। ১৯ তম ওভারে মিচেল স্যান্টনারের বল শর্ট এক্সট্রা কভারের ওপর দিয়ে চিপ করতে চেয়েছিলেন গিল। তবে ফিলিপসকে ফাঁকি দেয়া অসাধ্য প্রায় ব্যাপার। দুর্দান্ত এক ক্যাচে গিলকে সাজঘরে ফেরান এই ফিল্ডার।

    গিলের বিদায়ের ২ বল পরেই আরেকটি ধাক্কা খায় ভারত। নিজের খেলা দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন বিরাট কোহলি। কিউইদের ক্রমবর্ধমান স্পিন চাপে দারুণ শুরু করা রোহিতও আর টিকতে পারেননি। ৩ ছক্কা আর ৭ চারে ৮৩ রান করা এই ব্যাটার ফেরেন সামনে এগিয়ে ছক্কা মারতে গিয়ে। রাচিন রবীন্দ্রের বলে তিনি যখন ফেরেন, তখন দলের সংগ্রহ ১২২ রান।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান। জয়ের জন্য ২০ ওভারে রোহিতদের প্রয়োজন ১১৬ রান, হাতে ৭ উইকেট। ১৯ রান করে উইকেটে অপরাজিত আছেন আইয়ার। তাকে সঙ্গ দিচ্ছেন অক্ষর প্যাটেল।

    এর আগে দুবাইয়ের বোলিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পেয়েও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্রের ঝোড়ো শুরু পর ম্যাচের লাগাম টেনে ধরেন ভারতীয় স্পিনাররা। তবে ড্যারেল মিচেল এবং মিচেল ব্রেসওয়েলের লড়াকু ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রানের পুঁজি পায় কিউইরা।

    ১০১ বলে ৬৩ রান করেছেন মিচেল। ব্রেসওয়েল ৪০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ওপেনিংয়ে নেমে রবীন্দ্র করেন ২৯ বলে ৩৭ রান আর গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৩৪ রান।

    ভারতের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। মোহাম্মদ শামি এবং জাদেজা নিয়েছেন একটি করে উইকেট। সূত্র: নিউজ সময়

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31