১৮ আগস্ট খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
dailybangla
15th Aug 2024 8:48 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক:কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকার পর আগামী রবিবার (১৮ আগস্ট) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১৫ আগস্ট, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা দিয়েছেন।
প্রধান উপদেষ্টার অনুরূপ নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট রবিবার হতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
বিআলো/শিলি