• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ১৯৭১ সালে ভারতের সাথে মুক্তিযুদ্ধ হয়নি স্পষ্ট বার্তা পাকিস্তানের? 

     dailybangla 
    16th Jan 2025 12:34 am  |  অনলাইন সংস্করণ

    ডেস্ক রিপোর্ট: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিবেশী দেশ ভারত বারবার ই মিথ্যার আশ্রয় নিয়েছে। উইকিপিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটি বারবার তুলে ধরেছে পাকিস্তানের সাথে যুদ্ধটি ছিলো শুধুমাত্র তাদের।গত বছর ১৬ ডিসেম্বর ২০২৪ স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কে অস্বীকার করেন।যেটা নিয়ে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে এবং ১৯৭১ সাল সম্পর্কে মন্ত্রনালয় ফেসবুকে তুলে ধরেছে।

    এবার নরেন্দ্র মোদী’র মিথ্যাচার নিয়ে বিশেষ আয়োজন করে শিশু ভিত্তিক আন্তর্জাতিক অনলাইন নেটওয়ার্ক ‘চাইল্ড মেসেজ বাংলা বিভাগ তাদের জনপ্রিয় আয়োজন শুনো আমাদের কথা’র শততম এপিসোডে।

    গতকাল রাত ৮ টায় লাহোর পুলিশ একাডেমির সিনিয়র প্রশিক্ষক “উমর শাহিদ ‘ যুক্ত ছিলেন বিশেষ এই আয়োজনে।যেখানে চট্রগ্রাম ইংলিশ একাডেমী থেকে একজন শিশু জানতে চান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর পাকিস্তান জানায় বাংলাদেশ একটি নতুন দেশ।আমরা কিভাবে বাংলাদেশ -পাকিস্থান আমাদের সম্পর্ক উন্নয়ন করতে পারি?জবাবে অতিথি উমর বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের সাথে যুদ্ধের পরও পাকিস্তান তাদের ভাই মনে করে।অতিথি উমর ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে নিয়ে ১৯৭১ সাল নিয়ে কথা বললেও ভারতের সাথে তাদের যুদ্ধ হয়নি তা বক্তব্যে স্পষ্ট করেন।এতে স্পষ্টমান হলো ১৯৭১ নিয়ে ভারতের দাবীটি সম্পুর্ন মিথ্যা।

    আয়োজন নিয়ে শুনো আমাদের কথা’র প্রডিউসার আব্দুল মুইদ খান বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ কে অস্বীকার করার পর পর ই চাইল্ড মেসেজ বাংলা বিভাগ সিদ্ধান্ত নেয় পাকিস্তানের উচ্চপর্যায়ের কাউকে অতিথি করার।এরপর আজ আমন্ত্রিত অতিথি নিয়ে আমরা আয়োজনটি করি।এটি ছিলো শততম এপিসোড আমাদের।২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে বাংলা বিভাগ তার জনপ্রিয় শিশু অধিকার বিষয়ক অনলাইন আয়োজন “শুনো আমাদের কথা ‘ প্রচার করে আসছে।বিশেষ এই আয়োজন এবার অংশ নিয়েছিলেন চট্রগ্রামের ইংলিশ একাডেমী শিক্ষার্থীগন।

    চাইল্ড মেসেজ প্রধান নির্বাহী পরিচালক আরিফ বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে সাহসের সাথে কাজ করতে চাই আমরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728