১ ম্যাচ খেলেই সিরিজ জিতল পাকিস্তান
ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে পাকিস্তানের ভাগ্যে জুটল মাত্র একটি ম্যাচ।
একটি ম্যাচ খেয়ে নিল করোনা ইস্যু। আর বাকি তিনটি খেয়ে দিল বৃষ্টি।
আর চার ম্যাচ বিসর্জন দিয়ে সফরে একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেটায় জয় পেয়েছে পাকিস্তান। সে হিসেবে কাগজে-কলমে একটি ম্যাচ খেলেই সিরিজ জয় করল পাকিস্তান।
মঙ্গলবার রাতে গায়ানার প্রভিডেন্সে সিরিজের সবশেষ ম্যাচটিতে স্বাগতিকদের মুখোমুখি হয় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৩ ওভারে ৩০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এর পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টিরই জয় হয়েছে শেষে। ম্যাচে আর একটি বলও গড়াতে দেয়নি বৃষ্টি।
অর্থাৎ দ্বিতীয় ম্যাচের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাবর আজমদের। ৩১ জুলাই অনুষ্ঠিত ওই ম্যাচে মোহাম্মদ হাফিজের কিপটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৭ রানে হারায় পাকিস্তান।
এক ম্যাচেই টি-টোয়েন্টি সিরিজ জিতে পাকিস্তানের এখন মনযোগ টেস্ট সিরিজে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ১২ আগস্ট কিংস্টনে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ আগস্ট থেকে। ভেন্যু একই।
তবে টেস্ট সিরিজকে ঘিরেও বৃষ্টি আশঙ্কায় ভুগছে দুই দলই।