২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ
dailybangla
13th Mar 2025 3:04 pm | অনলাইন সংস্করণ
মো. খালেক: রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, আজ বুধবার (১২ মার্চ ২০২৫ খ্রি.) বিকেল ০৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তুরাগ নদীর দক্ষিণপাড়ে মাটির স্তপের ওপর থেকে দুটি খাকি রঙয়ের কাগজে মোড়ানো ২০ রাউন্ড ৭.৬২ এম.এম. গুলি উদ্ধার করা হয়। প্রতিটি গুলির পিছনে BOF18E 7.62X39 লেখা আছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/তুরাগ