• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ২১ জুন কক্সবাজারে বিশ্ববাঙালি সংসদের পর্যটন উৎসব 

     dailybangla 
    18th Jun 2025 9:45 pm  |  অনলাইন সংস্করণ

    সালাম মাহমুদ: আগামী ২১ জুন সকাল ১১টায় কক্সবাজার, ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্টে বিশ্ববাঙালি সংসদের পর্যটন বিষয়ক আলোচনা ও সম্মাননা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, কবি হাসনাইন সাজ্জাদী, কবি লোকমান হোসেন পলা, সাংবাদিক সালাম মাহমুদ, সাংবাদিক হাফিজ রহমানসহ বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

    প্রধান অতিথি থাকবেন মিজানুর রহমান চৌধুরী, সম্পাদক ও প্রকাশক- দৈনিক আমাদের বাংলা, দৈনিক আমাদের কক্সবাজার এবং প্রতিষ্ঠাতা সভাপতি- বাংলাদেশ এডিটরস ফোরাম কেন্দ্রীয় কমিটি। উদ্বোধক থাকবেন বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী, কবিতাবিজ্ঞান ও অর্থনৈতিক বিজ্ঞানবাদের উপস্থাপক।

    প্রধান আলোচক থাকবেন এম এ হাসিব বাদল, প্রতিষ্ঠাতা সভাপতি -ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার। বিশেষ অতিথিবৃন্দ হলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম, মার্শাল আর্টের জনক ও চলচ্চিত্র ব্যাক্তিত্ব,জনাব আবদুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা ও গীতিকার, জনাব এইচ এম শাহ আলম,বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক, লায়ন সালাম মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যাক্তিত্ব,নির্বাহী সম্পাদক -দৈনিক গণকণ্ঠ, হাফিজ রহমান, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক, নির্বাহী সম্পাদক – অর্থকথা,জনাব আবুল খায়ের স্বপন, বিশিষ্ট সাংবাদিক, সভাপতি -কসবা প্রেসক্লাব।

    শুভেচ্ছা বক্তব্য রাখবেন- অধ্যাপক মাহবুবা বেগম, শিক্ষাবিদ,বিশিষ্ট কণ্ঠশিল্পী ও কথাসাহিত্যিক, সাধারণ সম্পাদক-বিশ্ববাঙালি সংসদ। সঞ্চালনায় থাকবেন কবি বিনয় মন্ডল ও কবি শামীমা আফরোজ হ্যাপী। অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- কবি মামুন চৌধুরী, মাসুকা নাারীন রাকা (বিশিষ্ট অভিনেত্রী),মো. রুবেল আহমেদ,লিয়াকত হেসেন, আলমগীর, হোসেন,শাখাওয়াৎ হোসেন, সবুজ খান জয়, সাইদুর ইসলাম, আশরাফ উজ্জল, আবু নাছের. মো. হোসাইন, সাদেক আহমেদ রিপন. সাইফুল ইসলাম, নূরুল আমিন, রোকন, রবিউল ইসলাম খান প্রমুখ।

    উক্ত আয়োজেনে দু’টি সম্মাননা থাকবে। একটি বিশেষ ব্যাক্তিদের মধ্যে পর্যটন সম্মাননা এবং  উপস্থিতির মধ্যে পর্যটক স্মারক সম্মাননা।

    উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন লোকমান হোসেন পলা, বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও কবি, সভাপতি-বিশ্ববাঙালি সংসদ,কেন্দ্রীয় কমিটি। বিশ্ববাঙালি সংসদ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত উক্ত আয়োজনে সহযোগিতায় থাকবে বিজ্ঞান কবিতা আন্দোলন বাংলাদেশ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930