২২তম বিসিএস ফোরামের সভাপতি শামসুল, সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ্
জই বুলবুলঃ ২২তম বিসিএস (প্রশাসন) ফোরামের সভাপতি হিসেবে যুগ্ম সচিব শামসুল ইসলাম মেহেদী সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে হাফিজুল্লাহ খান লিটন নির্বাচিত হয়েছেন।
গত শনিবার বিকালে বিসিএস প্রশাসন একাডেমিতে ২২তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটি এক সাধারণ সভা আহ্বান করে। ব্যাচের বর্তমান সভাপতি সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যগণ এই সভায় অংশগ্রহণ করেন। সভায় ব্যাচের সার্বিক কল্যাণার্থে বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
আলোচনা শেষে উপস্থিত সদস্যগণের সম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ গৃহীত হয়। সে মোতাবেক একটি নির্বাচন কমিশন গঠন করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে বর্তমান কার্যকরী কমিটিসহ উপস্থিত সকল সদস্যবৃন্দ নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। শীঘ্রই সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বিআলো/তুরাগ