২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২
নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সমেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭২ জন।
সোমবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭০ জন, ঢাকা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহে চার জন, চট্টগ্রামে ১৭ জন, খুলনায় পাঁচজন, রাজশাহীতে ১০ জন, রংপুরে একজন এবং বরিশাল বিভাগে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন।
আর মারা যাওয়া একজন বরিশাল বিভাগীয় এলাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৬২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৫৮ জন; আর ৬০৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ২৫৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১০৭ জন।
ডিসেম্বরের প্রথম ২২ দিনে ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ৮৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৭৬ জনের।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বিআলো/শিলি