২৫ অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান কিনছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্কপ্রি: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১ বছরের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়া লেবাননেও হামলা চালিয়ে বড় সব নেতাদের হত্যা করেছে ইহুদিবাদী দেশটি। অকাতরে প্রাণ হারাচ্ছে একের পর এক বেসামরিক নাগরিকরা। এরইমধ্যে সামরিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৭ নভেম্বর, বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২৫টি অত্যাধুনিক এফ-১৫ মার্কিন যুদ্ধবিমান কিনতে চলেছে। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। এসব বিমানের জন্য পাঁচ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করবে তারা।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে,প্রতিরক্ষা মন্ত্রণায় গত বুধবার (০৬ নভেম্বর) পরবর্তী প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির অধীনে আমেরিকান কোম্পানি বোয়িং দ্বারা নির্মিত ২৫টি উন্নত যুদ্ধবিমান ক্রয় করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সহায়তা তহবিল থেকে এজন্য প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া হবে। এ ছাড়া এতে ভবিষ্যতে আরও অতিরিক্ত ২৫টি বিমান কেনার একটি বিকল্প রাখা হয়েছে।
এফ-১৫ যুদ্ধবিমানের দৈর্ঘ্য ১৯ দশমিক ৪৫ মিটান এবং প্রস্থ ১৩ দশমিক ০৫ মিটার ও উচ্চতা ৫ দশমকি ৬৪ মিটার। দুই আসনবিশিষ্ট এ বিমানের খালি অবস্থায় ওজন ১৪ হাজার ৫০০ কেজি আর সর্বোচ্চ ধারণক্ষমতা ৩৭ হাজার কেজি। অত্যাধুনিক এ বিমানটি ২২ ফুট লম্বা পর্যন্ত হাইপারসনিক অস্ত্র ছুড়তে পারে।
মার্কিন মিত্র দেশগুলো এ বিমানের একচেটিয়া ব্যবহারকারী দেশ। ফলে এর ব্যবহারকারীর সংখ্যাও সীমিত। ইসরায়েলের কাছে এ ধরনের বিমান রয়েছে। এ ছাড়া জাপান ও সৌদি আরবের বহরেও এ ধরনের বিমান দেখা যায়।
বিআলো/শিলি