• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক 

     dailybangla 
    28th Dec 2024 8:25 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক বলেছেন,ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে বাংলাদেশের প্রত্যাকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তুপে পরিনত করে গেছে।সেই ধ্বংসস্তুপ থেকে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রুপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংষ্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব।

    তিনি বলেন, সেই সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে,মানুষের সাথে কথা বলতে হবে;তাদের সাথে আলোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

    আজ (২৮ ডিসেম্বর) শনিবার দুপুরে মিরপুরের রুপনগরে জাতীয়তাবাদী ওলামা দল রুপনগর ও পল্লবী থানার এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন,আমরা মুসলমান ভাইয়েরা প্রত্যাকটি কার্যক্রম করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।সেই মুসলমান ভাইয়েরা যখন নিজেরা নিজেরা মারামারি হানাহানি করি, নিজেদের ভাইদেরকে রক্তাক্ত করে হত্যা করি;এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক! আমরা কখনোই মুসলমান ভাইদের কাছ থেকে এই ধরনের কার্যক্রম প্রত্যাশা করি না।

    তিনি বলেন,আমাদের আলেম ওলামা সমাজ,এদেশের সকল মুসলমানদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে-মহান আল্লাহ রাব্বুল আল আমিনকে সন্তুষ্ট করা। সেই আল্লাহকে সন্তুষ্টি আদায়ের জন্য আমাদের সকলকে কাজ করে যেতে হবে; এরজন্য আলেম ওলেমা সমাজ ও ওলামাদলের অনেক বড় ভূমিকা রয়েছে।

    তিনি আরও বলেন,ওলামাদলকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের আলেম সমাজ, ইমাম ও খতিব সাহেবেরা যারা রয়েছেন-তাদেরকে সাথে নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য কি কি করনীয়;তা আমাদের প্রত্যাকটি সমাজে কোরআনের আলো পৌঁছে দিতে হবে।

    ওলামা দল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী এর সভাপতিত্বে মুফতি হেলাল উদ্দিন মাহমুদী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক,গাজী রেজাউলনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,মোকছেদুর রহমান আবির,ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মোঃ সলিমুল্লাহ,ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি গাজী রিয়াজুল ইসলাম, হাফেজ মাওলানা নায়েব আলী,সদস্য সচিব মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মুফতি এম আশরাফুল আলম,যুগ্ম আহবায়ক ফরহাদ হাসান হিজবুল্লাহ,মুফতি মোস্তফা আশরাফি,মাওলানা নিয়ানত উল্লাহ, মাওলানা সাবিত আল ইমরান,মাওলানা এইচ কে এম শরিফুল ইসলাম শরিফ, হাফেজ মাওলানা জিয়াউর রহমান, মহানগর সদস্য মাওলানা আবুল হাসান, মাওলানা কবির হোসেন,মাওলানা আকরাম হোসেন,মাওলানা আবু জাফর, মাওলানা মোঃ সেলিম রেজা,মোঃ শহিদুল ইসলাম খলিফা,খন্দকার আলাউদ্দিন, হাফেজ মামুনুর রশীদ প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031