৩৮ বছর পর সাজাপ্রাপ্ত সাত বছরের আসামি গ্রেফতার!
dailybangla
12th Jun 2024 2:31 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৮ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম হাসান আলী সরদার।
১১ জুন, মঙ্গলবার রাতে খুলনা গোয়েন্দা পুলিশের সহায়তায় ও ইন্দুরকানী থানার এসআই আ. জলিল ও এএসআই মুনছুর আলমের নেতৃত্বে খুলনা লবনচোরা থানার জিন্নাপাড়া এলাকায় থেকে উপজেলার লাহুরী গ্রামের মেসের আলী সরদারের ছেলে মো. হাসান আলী সরদারকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার দস্যুতা মামলায় হাসান আলী সরদারকে ১৯৮৯ সালে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট সাত বছরের সাজা প্রদান করেন। এর পর থেকে ৩৮ বছর পলাতক ছিলেন ।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে সাজাপ্রাপ্ত আসামি হাসান আলীকে গ্রেফতার করা হয়েছে।
বিআলো/শিলি