৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রীড়াঙ্গনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আরেকটি গৌরবোজ্জ্বল অর্জন—৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি জুডো দল।
গত ৭ ও ৮ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে রাজধানীর মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিকেএসপি সহ মোট ১৪টি জুডো দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজিবি জুডো দলের ১৬ জন খেলোয়াড় ৮টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করে ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি তাম্রপদক অর্জন করে। খেলোয়াড়দের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী জুডো দল ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তাম্রপদক অর্জন করে রানার-আপ হয়।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. মোঃ মোখলেছুর রহমান। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মেজর এম. জাহিদ হাসান মারুফ এবং বিজিবি জুডো দলের কোচসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



